Sylhet drive academy
হোম
কোর্স
পরীক্ষার প্রস্তুতি
রোড সাইন
ড্যাশবোর্ড সাইন
নোটিশ
ইউটিউব
লগইন
রেজিস্ট্রেশন
পরীক্ষার প্রস্তুতি মূলক কনটেন্ট
কোন কোন স্থানে হর্ণ বাজানো নিষেধ
১, হাসপাতালের সামনে ২, স্কুলের সামনে, ৩, হর্ণ বাজানো নিষেধ সাইনবোর্ড লাগানো থাকলে ৪, জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পারাপার হলে
লাল বৃত্তের মধ্যো ৫০ কিঃ মিঃ লেখা থাকলে কী বুঝায় ?
সর্বচ্ছো গতিসিমা ৫০ কিলোমিটার
নিল বৃত্তের মধ্যো ৫০ কিঃ মিঃ লেখা থাকলে কী বুঝায় ?
সর্বনিম্ন গতিসিমা ৫০ কিলমিটার
নিল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন ?
নিল রঙের আয়তক্ষেত্র তথ্য মূলক সাইন
বাধ্যতামূলক না বোধক চিহ্ন থাকে ?
লাল বৃত্তে
ট্রাফিক সিগন্যাল বা সংক্ষেত কত প্রকার ?
৩ প্রকার
মোটরযান রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে ?
বাম পাশ দিয়ে
গাড়িতে সাধারণত কত ভোল্টের ব্যাটারী থাকে ?
১২ ভোল্টের ব্যাটারী থাকে
এয়ার ক্লিনারের কাজ কি ?
বাতাস পরিস্কার করা
রেডিওটারে কি দেয়া হয় ?
পানি এবং কুলিং ওয়াটার
পাওয়ার ওয়েল কি কাজে ব্যবহার হয় ?
স্টেয়ারি হুইলকে সহজে ঘোরানোর কাজে ব্যবহার হয়
ম্যানুয়াল গাড়ি চালানোর সময় গিয়ার কেনো পরিবর্তন করা হয়
গাড়ির গতি বাড়ানোর জন্য
পেট্রোল ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ কয়টি ?
১ টি
ইঞ্জিনে কয়টি ফ্যান ব্যাল্ট থাকে
১ টি অথবা ২ টি
কুলিং ফ্যানের কাজ কি
ইঞ্জিন কে ঠান্ডা রাখা
মাস্টার সিলিন্ডারে কি ওয়েল দেয়া হয় ?
ব্রেক ওয়েল
ক্লাচ সিলিন্ডারে কি ওয়েল দেয়া হয় ?
ব্রেক ওয়েল
চলন্ত অবস্তায় টাইমিং বেল্ট ছিরে গেলে ড্যাসবোর্ডে কোন বাতি জ্বলবে ?
ব্যাটারী স্যাম্বল জ্বলবে
ইঞ্জিন চেম্বারে কি ওয়েল থাকে ?
ইঞ্জিন ওয়েল থাকে
সেলফ ডায়নোমার কাজ কি ?
সেলফ ডায়নোমার কাজ ইঞ্জিনকে স্টার্ট দেয়া
চার্জিং ডায়নোমার কাজ কি ?
চার্জিং ডায়নোমার কাজ ব্যাটারিকে চার্জ দেয়া
গাড়িতে কত প্রকার ওয়েল ব্যাবহার করা হয় ?
৪ প্রকার
গাড়ির ইঞ্জিন কোন তৈলকে জ্বালিয়ে ফেলে তার নাম কি ?
পেট্রোল / অকটেন / ডিজেল / LPG / গ্যাস
লুকিং গ্লাস মিনিটে কত বার দেখা
৬ বার
কখন হর্ন বাজানো নিষেধ ?
রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত
পরীক্ষা সমূহ
আপনার পরিক্ষার প্রশ্ন এখানে ক্লিক করুন
জরুরী লিংকসমূহ